parbattanews

খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, ছয় দিনে ২২ 

খাগড়াছড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার রাত পর্যন্ত ছয় দিনে খাগড়াছড়িতে ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ১৮জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে আসলেও স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে চারজন। ফলে খাগড়াছড়িতেও ডেঙ্গু জ্বর আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ডেঙ্গু রোগ মোকাবেলায় খাগড়াছড়ি সদর হাসপাতালে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কীট না থাকায় বিভিন্ন ডায়াগনিস্টিক সেন্টারে নির্ভর করতে হচ্ছে রোগিদের।

খাগড়াছড়ি সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, শনিবার রাত পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২২জন ভর্তি হয়। ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও আরও ১০জন ডেঙ্গু রোগিকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। তারা শংকামুক্ত। আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী। হাসপাতালে ডেঙ্গু রোগির জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।

তিনি জানান খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কীট না থাকায় কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে চিকিৎসাপত্র দিচ্ছেন। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

Exit mobile version