parbattanews

খাগড়াছড়িতে ডেঙ্গু রোগীর সংখ্য বাড়ছে; ১৫ রোগী শনাক্ত

ফাইল ছবি

খাগড়াছড়িতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে্েই চলেছে। বুধবার (৩১ জুলাই) পর্যন্ত আরো ৯ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে নার্স ও শিশুসহ খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫ জন ভর্তি হয়েছে। তার মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও খাগড়াছড়ি সদর হাসপাতলে আরো ১১ জন ভর্তি রয়েছে। আক্রান্তদের মধ্যে একজন শিশু ছাড়া সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছে। ফলে খাগড়াছড়িতেও ডেঙ্গু আতংক দেখা দিয়েছে।

খাগড়াছড়ি সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৫ জন ভর্তি হয়েছে। ১১ ডেঙ্গু রোগীকে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে। তারা শংকামুক্ত। আক্রান্তদের অধিকাংশই শিক্ষার্থী।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, মূলত খিং খিং নামের ৫ বছরের এক শিশু ছাড়া বাকী সবার ঢাকায় অবস্থানকালে ডেঙ্গেু জ্বরে আক্রান্ত হয়। অন্যরা ঢাকা থেকে ফিরে আসার পরে পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। এদিকে ডেঙ্গু আক্রান্তদের জন্য হাসপাতালে আলাদা পর্যবেক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। তবে এখনো ডেঙ্গু পরিক্ষায় ব্যবহৃত কীট না আসায় কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে চিকিৎসাপত্র দিচ্ছেন। তবে এই নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা বলেন, শুধু একজন শিশুর খাগড়াছড়ি থাকা অবস্থায় ডেঙ্গু ধরা পড়ে। অন্য ডেঙ্গু আক্রান্তরা ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলেন। পরে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এ নিয়ে আতংকিত হওয়ার কোন কারণ নেই বলে জানালেন চিকিৎসকরা। তিনি জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ সনাক্তের ব্যবস্থা না থাকলে কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছে।

Exit mobile version