খাগড়াছড়িতে তারণ্য সমাবেশ সফল করার আহবান জানালেন রাজীব আহসান

fec-image

আগামী ১৪ জুন চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিএনপির তিন অঙ্গ-সহযোগি (যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল) সংগঠনের তারণ্য সমাবেশ সফল করতে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) বিকালে খাগড়াছড়ি শহরের “বৈঠকে” অনুষ্ঠিত সাংগঠনিক সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজীব আহসান খাগড়াছড়ি আসার পথে মহালছড়িতে তার গাড়ী বহরে সন্ত্রাসীদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হামলা করে ও মিথ্যা মামলা দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না। তিনি আগামী ১৪ জুন চট্টগ্রাম অনুষ্ঠিতব্য তারণ্য সমাবেশ সফল করার জন্য আহবান জানান।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম রফিকু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অপূর্ব হালদার ও খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাগর।

সভায় জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সভা শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজীব আহসান ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে খাগড়াছড়ি শহরে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, তারণ্য, সফল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন