parbattanews

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

khagrachari-picture-09-01-2017-copy

নিজস্ব প্রতিবেদক:

‘শেখ হাসিনার দর্শন, সব মানুষেন উন্নয়ন’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। সোমবার বিকালে এ মেলার উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াজিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার নীশিত নন্দি মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী।

টাউন হল প্রাঙ্গণে আয়োজিত উন্নয়ন মেলায় সরকারী প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমাসহ ৪২টি স্টল স্থান পেয়েছে। মেলায় বর্তমান সরকারের সাফল্য গাঁথা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী অর্জনসমূহ ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন জনকল্যানমুখী কার্যক্রমের তথ্য প্রদর্শন করা হয়।

Exit mobile version