parbattanews

খাগড়াছড়িতে তিন পার্বত্য জেলার ১০ম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত

pic11 (1) copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে নারী নেত্রীদের সমন্বয়ে ১০ম পার্বত্য নারী সম্মেলন শনিবার দুপুরে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী। প্রধান অতিথির বক্তেব্য রাখেন, খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি চাকমা সার্কেলের রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়, সনাকের সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা। সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন এ্যাডভোকেট সুষমিতা চাকমা। সম্মেলনে সভাপতিত করেন নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা। সম্মেলনে নারীদের অধিকার নিয়ে ৫ দাবি নামা তুলে ধরা হয়।

সম্মেলন থেকে বক্তারা, সংসদে তিন পার্বত্য জেলায় নারী প্রতিনিধি নিশ্চিত, নারী শিশুদের স্বাস্থ্য ও নিরাপদ জীবন নিশ্চিত, আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচী গ্রহণ, মানবাধিকার নিশ্চিত, প্রথাগত শাসন ব্যবস্থায় নারী প্রতিনিধি নিশ্চিত এবং নারী নীতিমালায় নারীদের অধিকার অর্ন্তভুক্তকরণের দাবি জানান।

Exit mobile version