parbattanews

খাগড়াছড়িতে তুচ্ছ ঘটনায় হামলায় একজন আহত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

তুচ্ছ ঘটনার জেরে খাগড়াছড়িতে দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর নামে এক পান দোকানদার আহত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে খাগড়াছড়ি শহরের মক্কা হোটেল ও রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। জেলার রামগড় পৌরসভার মেয়র কাজী রিপনের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মক্কা হোটেলের মালিক মো. আলমগীর বলেন, দুপুরে এক ব্যক্তি দোকানে এসে ২৫/৩০ জনের মাথাপিছু একশ’ ১০ টাকা করে খাবার দেওয়ার কথা বলেন।

তিনি কথা মতো প্রত্যেককে খাবার দেওয়া শুরু করলে তারা মাথাপিছু হিসেবের চেয়ে বেশি টাকার খাবার দাবি করে। এতে তিনি অপারগতা জানালে ক্ষুব্ধ হয়ে তারা দোকান ভাঙচুর শুরু করে। এসময় জাহাঙ্গীর নামে এক পান দোকানদারকে  মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (তদন্ত) মো. শাহনূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীরা সবাই রামগড় পৌর মেয়র কাজী রিপনের সমর্থক। আদালতে হাজিরা দেওয়ার জন্য খাগড়াছড়ি আসে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু ছালেক ও রঞ্জন দেবনাথ নামে দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

Exit mobile version