parbattanews

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে ত্রিপুরা জনগোষ্ঠীর বৈসু উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরজ্জামান, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও পুলিশ সুপার আহমার উজ্জামানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

পরে বর্ণিল পোষাকে তরুণ-তরুণী ছাড়াও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরষের অংশ গ্রহণে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে খাগড়াপুর গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, আজ শুক্রবার (১২ এপ্রিল) ত্রিপুরা ফুল বৈসু পালন করছে। আগামীকাল শনিবার (১৩ এপ্রিল) মূল বৈসু।

Exit mobile version