parbattanews

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের ত্রিং উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

স্বকীয় জীবনধারা, সামাজিক সাংস্কৃতিক সত্তা লালন চর্চা এবং ঐতিহ্য ধারাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে ত্রিপুরা নৃ-গোষ্ঠী ত্রিং উৎসব পালন করেছে।

ত্রিপুরা জনজাতির বর্ষ ত্রিপুরাব্দ ১৪২৮ উদযাপন কমিটির ব্যানারে সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। ‘আমার সংস্কৃতি আমার অহংকার’ এই শ্লোগানে নিজস্ব সাজে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে স্বনির্ভর এলাকায় গিয়ে শেষ হয়।

পরে পেরাছড়া ইউনিয়নের চেলাছড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরাব্দ উৎসবে বিভিন্ন শ্রেণিপেশার ত্রিপুরা নারী-পুরুষরা অংশ নেন।

আলোচনা সভায় পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন ত্রিপুরা, ভাইবোনছড়া পরিমল ত্রিপুরা ও উদযাপন কমিটির আহ্বায়ক বরেন ত্রিপুরা  বক্তব্য রাখেন।

Exit mobile version