করোনার রেড জোন খাগড়াছড়িতে এক দিনে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশ

খাগড়াছড়িতে থেমে নেই পর্যটকের ঢল, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

fec-image

খাগড়াছড়িতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মাত্র এক দিনের ব্যবধানে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশে করোনা সংক্রমণের হার। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর খাগড়াছড়ি জেলাকে করোনার উচ্চ ঝুকিপূর্ণ বা রেড জোন হিসেবে ঘোষনা করলেও এ জেলা স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই।

সবাই চলছে নিজের খেয়াল-খুশিমত। প্রশাসনেরও নেই কোন তৎপরতা। পড়ছে না কেউই মাস্ক। হাট-বাজার গুলো হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম আগের মতই চলছে। সে সাথে থেমে নেই পর্যটকের ঢল। এ পরিস্থিতিতে খাগড়াছড়িতে প্রাণঘাটি করোনাভাইরাস বিস্তার রোধ নিয়ে শংকা দেখা দিয়েছে।

গত কয়েক দিনে সারা দেশের মত খাগড়াছড়িতেও করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খাগড়াছড়ির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘটনায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা সনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ। এ নিয়ে খাগড়াছড়িতে সরকারী হিসেবে অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭ জন আর মৃত্যু বরণ করেছে ৪০ জন। তবে বেসরকারী হিসাবে মৃত্যুর সংখ্যা আরো বেশি। কেননা সমতলে চিকিৎসা নিতে গিয়ে আরও অন্তত ৩০ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সরেজমিন খাগড়াছড়ি শহরের ঘরে দেখা গেছে, খাগড়াছড়িতে আগের মতই হাজারো ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম। অধিকাংশই পড়ছে না মাস্ক। এদিকে থেমে নেই পর্যটকদেরর ঢলও। কেন মাস্ক পড়ছেন না জানতে গিয়ে উল্টো রোষানলে পড়তে হয়েছে এ প্রতিবেদককে।

খাগড়াছড়িতে করোনার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।

খাগড়াছড়ির ডেপুটি সার্জন ডাঃ মিল্টন চাকমা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেছেন, খাগড়াছড়িতে করোনা সংক্রমণের হার আশংকাজনক। এভাবে বাড়তে থাকলে সামাল দেওয়া কঠিন হবে। তিনি বলেন, শুধু টিকা গ্রহণ করলে করোনা মুক্ত ভাববার কোন কারন নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন