parbattanews

খাগড়াছড়িতে দক্ষতা বিষয়ক প্রতিযোগিতা ও কারিগরি শিক্ষা সপ্তাহ পালিত

“স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র উদ্যোগে প্রাতিষ্ঠানিক স্তরের দক্ষতা প্রতিযোগিতা ও কারিগরি শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

রবিবার (১৮ জুন) এ উপলক্ষে বিকাল ৪টায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

এ সময় বক্তারা বলেন বর্তমানে কর্মমূখী শিক্ষাই পারে দেশের বেকারত্ব দূর করতে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে, কর্মসংস্থান, উদ্যোক্তা ও জীবনমান উন্নয়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবকরাই কেবল পারে পারিবারিক স্বচ্চলতাসহ দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে।

Exit mobile version