parbattanews

খাগড়াছড়িতে দিনব্যাপী মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অনিয়ম, দুর্নীতিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছে।

তিনি শুক্রবার বিকালে খাগড়াছড়িতে দিনব্যাপী মানবাধিকার বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তব্যে এ কথা বলেন।

বিশেষ অতিথি বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান বেশি তথ্য ভিত্তিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পিছিয়ে পড়া জনপদ পার্বত্য খাগড়াছড়িকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী আতাউর রহমান রানার সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, ঢাকা ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, জাতীয় প্রেসক্লাবের সদস্য শাহনাজ পলি, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সহ-সভাপতি জহুরুল আলম।

বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন সংগঠনটির মহাসচিব খায়রুজ্জামান কামাল, ঢাকা ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, জাতীয় প্রেসক্লাবের সদস্য শাহনাজ পলি। প্রশিক্ষণে সাংবাদিকদের মানবাধিকার বিষয়ে দক্ষতা অর্জনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষকরা, জাতিসংঘের মানবাধিকার সনদ ১৯৪৮, জাতিসংঘ নারী ও শিশু অধিকার সনদ, মানবাধিকার, নারী ও শিশু অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী কর্মশালাটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে  বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। কর্মশালায় খাগড়াছড়িতে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন।

Exit mobile version