parbattanews

খাগড়াছড়িতে দুই উপজাতীয় চাঁদাবাজ আটক

gfdgd

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকা থেকে চাঁবাবাজিকালে দুই উপজাতীয় চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার সকাল ১০ ঘটিকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে সোমবার সকাল ১০টায়  হাতিমুড়ায় একটি আনারসের বাগানে আনারস তুলে ট্রাকে ভরছিলো স্থানীয় শ্রমিকরা। এসময় উপজাতীয় সন্ত্রাসীরা চাপাতি নিয়ে ট্রাকের কাছে গিয়ে আড়াই হাজার টাকা চাঁদা দাবী করে। ট্রাক থেকে এক উপজাতীয় সন্ত্রাসীর চাঁদা আদায় করছে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি পেট্রোল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় সেখানে ৩ উপজাতীয় সন্ত্রাসীকে চাঁদা আদায় করতে দেখে।

নিরাপত্তা বাহিনীর পেট্রোল দেখতে পেয়ে চাঁদাবাজরা দৌঁড়ে জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকলে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তাদের পিছু নেয় এবং অঙ্গচাই মারমা(৫৮) নামে এক উপজাতীয় সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। সে স্থানীয় রেমা পাড়ার চিঙ্গলা অং মারমার পুত্র।

এসময় তার কাছ থেকে একটি চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে। অঙ্গচাই মারমা হাতিমুড়া ও এর আশপাশের এলাকায় ২০ বছর ধরে স্থানীয় পাহাড়ী আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষে চাঁদাবাজি করে আসছিল বলে প্রাথমিক স্বীকারোক্তিতে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর দুপুর ২ টার দিকে একই সংগঠনের আরেক সদস্য ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সকালের ঘটনার জন্য হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে পুণরায় চাঁদা দাবী করে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একই টিম পুণরায় ঘটনাস্থলে গিয়ে হুমকি দাতা উদয় মারমাকে(৫০) আটক করে। তার বাড়ি স্থানীয় ফকিরনালায়।

আটককৃতদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Exit mobile version