parbattanews

খাগড়াছড়িতে দু’হাজার পরিবারকে রেড ক্রিসেন্টের অর্থ সহায়তা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে খাগড়াছড়ি জেলায় কর্মহীন হয়ে পড়া দুই হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রসের (আইসিআরসি) সহযোগিতায় এই অর্থ সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খাগড়াছড়ি জেলা ইউনিট।

খাগড়াছড়ি জেলা সদরসহ জেলার ৬টি উপজেলার ৩২টি কমিউনিটির সবচেয়ে দরিদ্র কর্মহীন দুই হাজার পরিবারকে নগদ সাড়ে চার হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

গত ১৯ মে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় কমিটির সদস্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসীম উদ্দিন মজুমদার, ইউনিট সেক্রেটারি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ ইউনিটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার (২৩ মে) বিকেলে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আরও একশত দরিদ্র পরিবারের মাঝে নগদ সাড়ে চার হাজার টাকা করে বিতরণ করেছে চেয়ারম্যান কংজরী চৌধুরী।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা আব্দুল গনি মজুমদার জানান, আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় জেলায় নগদ সহায়তা প্রদান বাস্তবায়ন করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা সবচেয়ে দরিদ্র পরিবারগুলোকে কমিউনিটি ডেভলপমেন্ট কমিটির মাধ্যমে বাছাই করে সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করেছি।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস এর সহায়তায় পার্বত্য তিন জেলায় অতি দরিদ্র ছয় হাজার পরিবারকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সেই লক্ষ্যেই খাগড়াছড়িতে দুই হাজার পরিবারকে সাড়ে চার হাজার করে ৯০ লক্ষ টাকার নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

Exit mobile version