parbattanews

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্যে আন্তজাতিক নারী দিবস পালিত

HWFprogram,khagrachari4

 আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি :
নানা কর্মসুচির মধ্যদিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।। শনিবার সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও‘র উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল খালেক । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস সালাম, নারী নেত্রী ইন্দিরা দেবী চাকমা, শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, এলজিডি নির্বাহী প্রকৌশলী মোঃ সোহরাফ আলী প্রমূখ।

এদিকে পৃথকভাবে ”নারী অধিকার প্রতিষ্ঠা উপলক্ষে সুদৃঢ ঐক্য গড়ে তুলুন” শ্লোগানে আন্তর্জাতিক নারী দিবসে খাগড়াছড়িতে র‌্যালী ও সমাবেশ করেছে পিসিজেএসএস-এমএনলারমা গ্রুপ । সকাল ১১টায় র‌্যালীটি লারমা স্কোয়ার প্রাংগন থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে মহাজন পাড়ায় সূর্যশিখা ক্লাবে গিয়ে শেষ হয় । পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটি মহিলা বিষয়ক সম্পাদিকা দুর্গা চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিমল কান্তি চাকমা । বক্তব্য রাখেন পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটি’র সহ-সাধারন সম্পাদক প্রকৌঃ মৃনাল কান্তি ত্রিপুরা, সুধাকর ত্রিপুরা, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা মল্লিকা চাকমা, জেলা মহিলা সমিতি’র সভানেত্রী নিলিকা চাকমা প্রমূখ ।  

এছাড়া খাগড়াছড়ির দূর্গম সাতভাইয়াপাড়ায় পৃথক নারী দিবসের কর্মসুচি পালন করেছে জেলার এনজিও সংগঠনসমূহ। বক্তারা নারী দিবসের অনুষ্ঠানে নির্যাতন প্রতিরোধ সহ নারীদের প্রতি আরো সদয় হবার পাশাপাশি নারী অধিকারের বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়েছে। এছাড়াও হিল উইমেন্স ফেডারেশন পৃথক এক কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।

Exit mobile version