parbattanews

খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

রবিবার (১৭ মার্চ) সকালে টাউন হলে বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জম্ম দিনের কেক কাটেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আভ্যন্তরীণ উদ্ভাস্ত পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ^র ত্রিপুরা, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আহমার উজ্জামান।

এর আগে সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হলের সামনে স্থাপিত জাতির জনকের প্রতি কৃতিতে পুস্পমাল্য অর্পণ করে।

পরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া আওয়ামীলীগ এবং অংগ-সহযোগী সংগঠনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান-সামাজিক সংগঠনের উদ্যোগেও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।

Exit mobile version