খাগড়াছড়িতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

fec-image

 

খাগড়াছড়িতে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বে খাগড়াছড়ি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের সহায়তায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর শতশত নারী-পুরুষ, তরুন-তরুণী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটে পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি পৌরসভার নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা।

আলোচনায় বক্তারা খাগড়াছড়ির সম্ভাবনাময় পর্যটন খাতকে এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা কমিউনিটি টুরিজমকে উৎসাহিত করতে সম্ভব সব কিছু করার আশ্বাস দিয়েছেন।

বক্তারা বলেন,খাগড়াছড়িতে আলুটিলা রহস্যময় গুহা, বদলে যাওয়া আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ককে ঘিরে বিস্তৃত এলাকাজুড়ে কমিউনিটি টুরিজম ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, পর্যটন, বিশ্ব পর্যটন দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন