parbattanews

খাগড়াছড়িতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Capture copy
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।

এর পর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইচ উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোয়াইঅং মারমা, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান, প্রেস ক্লাব, পৌর সভা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন্ন বোর্ড, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দেন।

পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান।

এদিকে জেলার রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় বর্ণাঢ্য র‌্যালী, ক্রিড়া প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান সহ নান আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

Exit mobile version