parbattanews

খাগড়াছড়িতে নিম্ন আয়ের রোজাদারদের বিনামূল্যে ইফতার সেনাবাহিনীর

খাগড়াছড়িতে পুরো রমজান মাসজুড়ে নিম্ন আয়ের রোজাদার ও পথচারীদের বিনামূল্যে ইফতার খাওয়ানোর আয়োজন করছেন সেনাবাহিনী। পাহাড়িরা এ ইফতার পার্টিতে সামিল হয়েছেন।

সেনাবাহিনীর এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সদর জোনের সেনা সদস্যদের বরাদ্ধকৃত ইফতার থেকে প্রতিদিনই নিম্ন আয়ের রোজাদার ও পথচারীদের বিনামূল্যে ইফতার বিতরণ ও নিকটস্থ সেনা ক্যাম্পে ইফতার খাওয়ালেন সেনাবাহিনী।

খাগড়াছড়ি সদর জোনের আওতায় সাতটি দূর্গম সেনা ক্যাম্পে এ বিনামূল্যে ইফতারী খাওয়ানো হচ্ছে পুরো রমজান মাসজুড়ে।

ক্যাম্পগুলো হচ্ছে ,ভাইবোনছড়াস ক্যাম্প,ঘাসবন ক্যাম্প,আলুটিলা ক্যাম্প,পানছড়ি রেজামনি পাড়া ক্যাম্প,খাগড়াছড়ির জিরোমাইল ক্যাম্প ও খাগড়া ছড়ি সেনাক্যাম্প। এতে খুশি নিম্ন আয়ের রোজাদার ও পথচারীরা।

এ সময় খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফট্যানেন্টে কর্নেল আবুল হাসনাত বলেন, আমাদের জোনের সেনা সদস্যদের নামে বরাদ্ধকৃত ইফতার সামগ্রী থেকে বাঁচিয়ে আমরা এ পর্যন্ত সাতটি সেনা ক্যাম্পে প্রায় আটশ নিম্ন আয়ের পাহাড়ি বাঙালি জোরাদারদেরকে সেনাক্যাম্পে আমন্ত্রণ জানিয়ে মর্যাদাপূর্ণ ভাবে প্রতিদিনই ইফতারী করাচ্ছি ও বিতরণ করছি।

এতে করে সেনাবাহিনীর কোনও বাড়তি বরাদ্ধও লাগেনি। খাগড়াছড়ির দূর্গম পাহাড়ের সেনাক্যাম্পের প্রতিদিন আসে পাশের নিম্ন আয়ের রোজাদাররা ইফতার করতে। প্রতিদিনই ইফতার করতে পেরে খুশি রোজাদাররা।

পাহাড়ে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে।

নিউজটি ভিডিওতে দেখুন:

Exit mobile version