parbattanews

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ১০ দিনে ৪৫ জন সনাক্ত

খাগড়াছড়িতে ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণহীন ভাবে প্রতিদিন বেড়ে চলেছে।গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ ডেঙ্গু রোগী খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে ১০ দিনে সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সনাক্তদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৬ ডেঙ্গু রোগী।তার মধ্যে খাগড়াছড়ি জেলা শহরের মধুপুর ও পানখাইয়া পাড়া এলাকায় ১৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। অন্য আন্ত্রান্তরা ঢাকা ফেরত। ডেঙ্গু রোগী সামাল দিতে খাগড়াছড়ি সদর হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। সরকারী হাসাপাতালে ডেঙ্গু সনাক্তের কিট না থাকায় পরীক্ষার জন্য নির্ভর করতে হচ্ছে বিভিন্ন ডায়াগনিস্টিক সেন্টারে। অপর দিকে ডেঙ্গু সনাক্তের কিট ও চিকিৎসক সংকটের কারণে বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছে ডাক্তাররা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা জানান, খাগড়াছড়ি সদর হাসপাতলে ডেঙ্গু সনাক্তের কোন কিট নেই। তবে আর্থিক বরাদ্ধ পাওয়ায় কিট কেনার জন্য পাঠানো হয়েছে।

Exit mobile version