parbattanews

খাগড়াছড়িতে পবিত্র ঈদুল আযহা পালিত

চলমান করোনা পরিস্থিতি থেকে উত্তরণসহ বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় সরকারি নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে। এতে কয়েকশত ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন। একই মসজিদে ঈদের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

অপর দিকে জেলা শহরের “বৈঠকে” খোলা আকাশের নীচে ঈদ উল আযহার জামায়াতের আয়োজন করা হয়। এখানে ঈদ উল আযহার নামাজ আদায় করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ ছাড়া জেলা সদরের পুলিশ লাইন্স জামে মসজিদ, গাউছিয়া জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসািজদ, বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানা জামে মসজিদসহ জেলা সদরে ২৯টি জামে মসজিদ এবং উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

Exit mobile version