parbattanews

খাগড়াছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা

খাগড়াছড়িতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে সেমিনার কক্ষে এর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় বক্তারা নারীদের স্বাস্থ্য সচেতনতার উপর জোর দেন। কিশোরী বয়স থেকে শারীরিক পরিচর্যা ও যত্নশীল হওয়ার আহ্বান জানান। এছাড়াও বক্তারা বাল্য বিবাহ বন্ধের পাশপাশি মা হওয়ার সঠিক সময় নির্ধারণ করে তবেই সন্তান নেয়ার পরামর্শ দেন। সময়মতো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করলে শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নতি ও সুখী জীবন ধারণ করা যায়।

এ ধরণের এডভোকেসি সভা পাহাড়ের প্রত্যন্ত এলাকার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুদের সম্পৃক্ত করা গেলে এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি এমনটাই মত দেন অংশীজনরা।

খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কিশোরী, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।

সভা থেকে জানানো হয়, আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।

Exit mobile version