parbattanews

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ইফতার মাহফিল

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের সকল জাতির ধর্মের ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষার্থে নিবেদিত পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির বায়তুল করিম মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় আশরাফুল আলম (রনি)’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন আহমেদ।

এতে প্রধান বক্তা ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল।

বিশেষ অতিথি ছিলেন, যুগ্ন সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি মুজাহিদুল ইসলামসহ এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, শান্তি-সম্প্রীতি ধর্মের মাঝেই নিহিত আছে। সকলে মিলেমিশে নিজের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে এক হয়ে কাজ করতে হবে। তবেই পাহাড়ে প্রকৃত শান্তি ফিরে আসবে। সে লক্ষে জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়াস ও শান্তির পথে সকলকে এক হতে হবে।

এছাড়া পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সব সময় শান্তির পথে অগ্রপথিক এবং সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চারভাবে কাজ করার পাশপাশি “পার্বত্য চট্টগ্রামে সকল জাতির ধর্মের ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষার্থে নিবেদিত শিক্ষা সম্প্রীতি সংগ্রাম মুক্তি” স্লোগানে কাজ করে যাচ্ছে বলে জানান নেতৃবৃন্দরা।

নিউজটি ভিডিওতে দেখুন:

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ইফতার মাহফিল

Exit mobile version