parbattanews

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলন

‘মুজিব বর্ষের অঙ্গীকার, প্রথাগত প্রতিষ্ঠানের সেবা হবে জনতার’ এই স্লোগানে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলন ২০।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি টাউন হলে সম্মেলনের উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর উদ্যোগে হেডম্যান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, তিন পার্বত্য জেলার নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব মো. মেসবাহুল ইসলাম, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, এএলআরডি‘র উপ নির্বাহী পরিচালক রওশন জাহান মনি প্রমুখ।

Exit mobile version