parbattanews

খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

8757-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে পালিত হলো পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।‘সর্বক্ষেত্রে পার্বত্য বাঙ্গালীদের সম-অধিকার দিতে হবে’ এই মূল নীতিতে ১৯৯১ সালের ১লা নভেম্বর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা কাল থেকেই সর্বক্ষেত্রে বঞ্চিত পার্বত্য বাঙ্গালীদের অধিকার অাদায়ে কাজ করে যাচ্ছে এ সংগঠন।

মঙ্গলবার বেলা ১১ টায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি অাব্দুল মজিদ প্রধান অতিথি হয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন।  পরে অালোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদ উল্লার সভাপতিত্বে অালোচনা সভায় অারো বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি  জেলা শাখার সহ সভাপতি নজরুল ইসলাম, খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি শাহাদাত হোসেন কায়েস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অপরদিকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি  জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দিন এর নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি  জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নানান বাঁধা বিপত্তি অতিক্রম করে পার্বত্য বাঙ্গালীদের যে কোন সমস্যায় অগ্রণী ভূমিকা পালন করেছে  বাঙ্গালী ছাত্র পরিষদ এবং ভবিষ্যৎকালেও একইভাবে পাশে থাকার অঙ্গীকার করেন বক্তারা।

Exit mobile version