parbattanews

খাগড়াছড়িতে পাহাড়ে মাটির ক্ষয়রোধ বন্ধে করনীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দুলাল হোসেন, খাগড়াছড়ি॥
পাহাড়ে অপরিকল্পিত চাষাবাদের মাধ্যেমে মাটির ক্ষয়রোধ বন্ধে করনীয় শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ রবিবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে।
 বেসরকারী উন্নয়ন সংস্থা  আনন্দ খাগড়াছড়ি পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে। কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: আব্দুল মতিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড: ফরিদ উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন আনন্দের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মিয়া, প্রকল্প সমন্বয়কারী পান্সিস হাওলাদার।

কর্মশালায় পাহাড়ে বসবাসকারী জনগোষ্ঠীর উপর গবেষনা লব্দ অর্থনৈতিক সমীক্ষা উপস্থাপন,পাহাড়ে পরিকল্পিত চাষাবাদ, মাটির ক্ষয়রোধে করনীয়সহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়।

Exit mobile version