parbattanews

খাগড়াছড়িতে পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়েছে। এতে মহালছড়ি উপজেলার সাথে গুইমারার আভ্যন্তরীন সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে সড়কের উপর একটি বিশাল পাহাড় ধসে পড়লে মহালছড়ির সাথে গুইমারা উপজেলা সড়ক যোগযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান।

এ সময় খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সাভিসের কর্মীরা ধসে পড়া মাটি সরানোর কাজ শুরু করেন।

উল্লেখ্য, গুইমারা-মহালছড়ি সড়ক দিয়ে যাত্রীবাহী বড় বাস চলাচল না করলেও সিএনজি চালিত থ্রি হুইলার ও মালামাল পরিবহনের ছোট ট্রাক নিয়মিত চলাচল করে। এই সড়কটি খাগড়াছড়িতে ভ্রমণে আসা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয়।

গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা জানান, ধসে পড়া মাটি সরিয়ে যানবাহন চলাচল চালু করতে আরো কয়েক ঘন্টা সময় লাগতে পারে।

Exit mobile version