parbattanews

খাগড়াছড়িতে পায়খানার গর্তে পড়ে তিন ভাইয়ের মৃত্যু

Mahalchari dead picture 1 copy

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ির মহালছড়িতে পায়খানার গর্তে পড়ে গ্যাসক্রিয়ায় দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি প্রদীপ শশী ও তার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গ্যাসক্রিয়ায় আরও দুইজন অসুস্হ হয়েছেন। মহালছড়ি উপজেলার মনারটেক গ্রামে রবিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত অপর দুই ভাই হলেন হেভেন্টু চাকমা (৩৫) উভেন্টু চাকমা (৩২)।

প্রদীপ শশী চাকমার স্ত্রী উজ্জল চাকমা জানান, রাত পৌনে ১২টার দিকে উভেন্টু চাকমা বাড়ির পাশের পায়খানা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে স্ল্যাব ভেঙে প্রায় ১৫ ফুট গভীরে পড়ে যায়। ছোট ভাইয়ের চিৎকার শুনে প্রদীপ শশী চাকমা ও হেভেন্ট চাকমা উদ্ধার করতে যান। পায়খানার গর্তে তিনজনই অজ্ঞান হয়ে পড়েন।

প্রতিবেশী উজ্জল চাকমা জানান, তারা খবর পেয়ে গর্ত থেকে তিন ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। গ্যাসক্রিয়ায় রিপন চাকমা (২০) বাবলুক চাকমা (২২) নামে আরও দুইজন অসুস্থ হয়েছেন। তারা মহালছড়ি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার তানজিল ফরহাদ জানান, হাসপাতালে তিনজনকেই মৃত অবস্থায় আনা হয়। দীর্ঘদিনের জমে থাকা গ্যাসের ক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রিপন চাকমা (২০) বাবলুক চাকমার (২২) অবস্থা উন্নতির দিকে বলেও ওই চিকিৎসক জানান।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেমায়ুন কবীর জানান, তিন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থেলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Exit mobile version