parbattanews

খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাতনাতলী ইউনিয়নের তবলা পাড়ায় পাহাড়ি ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।
আজ ৩ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ১১টায় পিসিপি খাগড়াছড়ি কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার হয়ে নারিকেল বাগান ঘুরে চেঙ্গী স্কোয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য পিসিপি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এলটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক জেসীম চাকমা ও সহ- সাধারণ সম্পাদক তেতুসা ত্রিপুরা।

বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে পর্যটন ও শান্তকরণ প্রকল্পের নামে তথাকথিত উন্নয়নের উন্নয়নের কথা বলে পাহাড়িদের ভূমি বেদখল, নিপীড়ন-নির্যাতনসহ জুম্ম ধ্বংসের বিভিন্ন নীল নকশা প্রণয়ন করছে। সমাবেশে বক্তারা নিথোয়াইঅং মারমার জখমকারী সেটলার নুরুল হক ও হুমকিদাতা সদস্যের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।

Exit mobile version