parbattanews

খাগড়াছড়িতে পিস নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

pic-1

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পিস নেটওয়ার্ক সদস্যদের স্থানীয় ইস্যুভিত্তিক অধিপরামর্শের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পিপলস এমপাওয়ারমেন্ট ফর এ্যাড্রেসিং ক্লাইমেট জাস্টিস এন্ড এনভাইরনমেন্টাল জাস্টিস (পিস) প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং এই প্রশিক্ষণের আয়োজন করে। এ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার পিস নেটওয়ার্কের সভাপতি নামিতা চাকমার সভাপতিত্বে সিডিপি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্মসম্পাদক দিলীপ বিশ্বাস, জাবারাং নির্বাহী পরিচারক মথুরা বিকাশ ত্রিপুরা, প্রকৌশলী নির্মল কান্তি দাশ, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুশীল ত্রিপুরা, সিডিপির প্রকল্প কর্মকর্তা খগেন্দ্র কিশোর ত্রিপুরা, ট্রেনার খোকন শিকদার প্রমূখ।

Exit mobile version