parbattanews

খাগড়াছড়িতে পুলিশি বেষ্টনীতে শ্রমিক দলের মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

রাতভর নেতাকর্মীদের বাড়ি ঘুরে  পুলিশের অভিযান উপেক্ষা  করেই খাগড়াছড়ি মিল্লাত চত্বর সড়কে মানববন্ধন কররেছে খাগড়াছড়ি জেলা শ্রমিকদল।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে  ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের সাজা দেওয়ার প্রতিবাদে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে সোমবার(২২ অক্টোবর) এ মান্ধব করে দলটি।

জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ,  সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. হাসান মাহমুদ ও সাংগঠনিক  সম্পাদক মো. আজিজুর রহমান।

মানববন্ধনে এ সময় আরও  উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভপতি ক্ষেত্র মোহন রোয়াজা, কংচাইরী মারমা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা,  জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নোমান সাগর, সাংগঠনিক সম্পাদক হৃদয় নুরু জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরকার,  জেলা তাতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরীসহ জেলা, উপেজলা ও পৌর বিএনপি, অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ।

Exit mobile version