parbattanews

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে আটক বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান মাদকের বিরুদ্ধে খাগড়াছড়ি পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে বলেছেন, জিরো নয়, মাদকে মাইনাস ট্রলারেন্সের জন্য খাগড়াছড়ি পুলিশ কাজ করছে।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়িতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক হওয়া বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ ও গাঁজা ধ্বংস করার সময় পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান এ কথা বলেন। এ সময় খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু ও ডিআইও ওয়ান আব্দুস সামাদসহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু জানান, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে শুধু খাগড়াছড়ি সদরে তিন হাজার পিস ইয়াবা, ৫ শত লিটার চোলাই মদ ও ১২ কেজি গাঁজা উদ্বার করা হয়। আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। এ সময় ৬০ জন মাদক ব্যবসায়ী ও বহনকারীকে আটক করা হয়।

Exit mobile version