parbattanews

খাগড়াছড়িতে পুলিশ লাইন্স স্কুলে সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারের

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোহা: আহমার উজ্জামান বলেছেন, সন্তানদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি মা’দের ভূমিকা অপরিসীম।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলে সংবর্ধনা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথে’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপারের সহধর্মীনি কানিজ আহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন ও অতিরিক্ত পুলিশ সুপারের সহধর্মিনী সুমাইয়া মোস্তফা।

শুরুতে স্কুলের শিক্ষার্থীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Exit mobile version