parbattanews

খাগড়াছড়িতে প্রতারক চক্রের দুই সদস্য জেল হাজতে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্বাক্ষর জাল করে প্রতারণা করতে এসে খাগড়াছড়িতে প্রতারক চক্রের দুই সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

প্রতারকরা হলেন, খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ার মোশাররফ করিম (৪০) ও একই এলাকার মো. নজরুল ইসলাম (২৩)।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, মঙ্গলবার (ফেব্রুয়ারি) দুপুরে তাদের আমলী আদালতে প্রেরণ করা হয়। পরে বিচারক সামিউল আলমের আদালত প্রতারক মোশাররফ করিম ও নজরুল ইসলামকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে গতকাল সোমবার বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয় থেকে আটক করা হয় মোশাররফ করিম ও মো. নজরুল ইসলাম।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, একটি প্রতারক চক্র ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে খাগড়াছড়ির জেলা প্রশাসক বরাবর ৮১টি কম্বলের জন্য আবেদন করেন। আবেদনপত্রটি সন্দেহজনক হলে প্রতারক মোশাররফ করিম ও তার সহযোগীকে চ্যালেঞ্জ করা হয়। পরে স্বাক্ষর জাল করার বিষয়টি প্রমাণিত হলে তাদের সদর থানা পুলিশে সোর্পদ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা দায়ের করা হলে জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করে পুলিশ।

Exit mobile version