parbattanews

খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

খাগড়াছড়িতে সেবা গ্রহীতা ও প্রতিবন্ধিকতা বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের মাস্টার পাড়া এলাকার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অতিরিক্ত সচিব রুহুল আমিন খান।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়েন কাজ করে যাচ্ছেন। সরকার প্রতিবন্ধীদের জন্য আগামীতে হাতে চালিত হুইল চেয়ারের পরিবর্তে মেশিন দ্বারা চালিত চেয়ার বিতর করবেন। সমতল আর পাহাড় সব জায়গার প্রতিবন্ধীদের উন্নয়নের জন্য সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইমলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট ডা. লুলু মারজান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ৬ জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইল চেয়ার বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version