parbattanews

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছে ১৯৬৩ পরিবার

মুজিববর্ষ উপলক্ষে (২য় পর্যায়ে) খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছে ১৯৬৩ পরিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে শুক্রবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২০ জুন উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, মুজিববর্ষ খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলার জন্য ৩৫৮৯টি পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ২৬৮টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী রবিবার ১৯৬৩টি ঘর হস্তান্তর করা হবে। অবশিষ্ট ১৩৫৮টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।

Exit mobile version