parbattanews

খাগড়াছড়িতে প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ

খাগড়াছড়িতে শিক্ষা কর্মকতা সুভায়ন খীসার বিরুদ্ধে প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে।। লাঞ্ছিত হয়ে প্রধান শিক্ষিকা মৌসুমী ত্রিপুরা হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।

মৌসুমি ত্রিপুরা জানান, বিদ্যালয়ের গেইট ঝুঁকিপূর্ণ হওয়ায় লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসে যান। এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভায়ন খীসাকে আবেদনটি দিতে চাইলে উনি নিতে অস্বীকৃতি জানিয়ে অন্য জনকে দিতে বলেন। কাজ শেষ করে ফেরার পথে কেন এমন করছেন জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করেন। মৌসুমি ত্রিপুরার অভিযোগ গত বছরের ২৫ সেপ্টেম্বর সুভায়ন খীসা তাকে বিয়ে করলেও এখনও সামাজিকভাবে স্বীকৃতি দেননি।

খাগড়াছড়ি সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুভায়ন খীসা বিয়ের কথা অস্বীকার করে বলেন, ‘অফিসে এসে গায়ে হাত দেয়ায় তাকে সরাতে গেলে সেই পড়ে যায়। তাকে মারা হয়নি।’

খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথিলা বড়ুয়া জানান, ‘ভিকটিমের মাথা ও মুখমন্ডলে আঘাত রয়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, ‘এ বিষয় শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

Exit mobile version