parbattanews

খাগড়াছড়িতে প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

IMG_5742

খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার প্রবীণদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতামূলক প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল- “প্রবীণ স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ বার্ধক্য গড়ি”।

বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, আয়োজনে ও ক্রিয়েটিভ মিডিয়া লি. এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মংসাথোয়াই চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সহ-সভাপতি মো. জহুরুল আলম, প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুক শামীম ও জেলার বিশিষ্ট সংগীত শিল্পী মো. আবুল কাসেম ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আজাহার হীরা। কর্মশালায় বক্তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সচেতনতা ও দায়িত্ববোধের মধ্যে দিয়ে যুব সমাজকে প্রবীণদের স্বাস্থ্য, অধিকার ও পরিচর্যা নিশ্চিত করার আহবান জানান। কর্মশালায় জেলা ও উপজেলার ৩০-৩৫ জন অংশ নেন।

Exit mobile version