parbattanews

খাগড়াছড়িতে প্রমিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চেঙ্গী ফুটবল একাডেমি

খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি উপলক্ষ্যে শেখ রাসেল দিবস প্রমিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া।

ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় খাগড়াছড়ি ফুটবল একাডেমি, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, পার্বত্য ফুটবল একাডেমি, রংধনু ফুটবল একাডেমি, চেঙ্গী ফুটবল একাডেমি ও চেঙ্গী উপবন ফুটবল একাডেমি।

প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় চেঙ্গী ফুটবল একাডেমি ও ত্রিপুরা যুব কল্যাণ সংসদ। এতে গোল শূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে ত্রিপুরা যুব কল্যাণ সংসদ প্রমিলা দলকে ০-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন চেঙ্গী ফুটবল একাডেমি প্রমিলা দল।

এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম-সম্পাদক ক্যাহ্লাচাই, অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু চাকমা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটি সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (দেওয়ান), সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, সংগঠনের সদর শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Exit mobile version