parbattanews

খাগড়াছড়িতে প্রাণিজসম্পদ সেবা সপ্তাহ পালন

Khagrachari Pic 01 (9) copy

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ্য সবল মেধাবী জাতি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে প্রাণিজসম্পদ সেবা সপ্তাহ।

রবিবার সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, জেলা প্রাণিজসস্পদ কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম।

টাউন হল প্রাঙ্গণে আয়োজিত সেবা সপ্তাহে ২০ স্টলে টার্কি, গিনি পিক, জাভা, কোয়েল, রেন, কিং, লাল মুনিয়া ও হলুদ কবুতরসহ বিভিন্ন বিরল  প্রজাতির অসংখ্য প্রাণি স্থান পেয়েছে।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Exit mobile version