parbattanews

খাগড়াছড়িতে প্লট জালিয়াতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্লট জালিয়াতি ও অর্থের বিনিময়ে খাগড়াছড়ি বাজার ফান্ডের প্রকৃত মালিকদের প্লট না দিয়ে বহিরাগতদের প্লট দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মাটিরাঙ্গার মোল্লাবাজার এলাকার প্লট বঞ্চিত ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাটিরাঙ্গার মোল্লা বাজার চৌধুরী হাসান আলী এবং বাজার ফান্ডের প্রধান সহকারী মোমিন মিয়া বাজারের প্রকৃত প্লট মালিকদের প্লট বুঝিয়ে না দিয়ে বহিরাগতদের কাছে হস্তান্তর করেছেন। বাজার ফান্ডে ১২৭টি প্লট অনুমোদিত থাকলেও প্লটের সাইজ কমিয়ে ১৫০টির বেশি প্লট করে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়াও কয়েক বছর ধরে চেষ্টা করেও প্লট মালিকরা নিজেদের প্লট বুঝে পাচ্ছেন না।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মন মোহিনী রানী ও আব্দুল রাজ্জাক প্রমুখ।

মানববন্ধন থেকে স্থানীয় ব্যবসায়ীদের প্লটের দখল ও রেকর্ড বুঝিয়ে দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।

Exit mobile version