parbattanews

খাগড়াছড়িতে ফাল্গুনী পূর্ণিমা ও য়ংড বৌদ্ধ বিহারের ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফাল্গুুনী পূর্নিমা ও খাগড়াছড়ির ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারের ১১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে য়ংড বৌদ্ধ বিহার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। পরে সেখানে সবার মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণ, অষ্টশীল প্রার্থনা, হাজার পুষ্প পূজা করা হয়।

এসময় মায়ানমার থেকে আনা তিন ফুট উচ্চতার একটি বৌদ্ধ মূর্তি দান করেন বিহার পরিচালনা কমিটির আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা ।

প্রতিষ্ঠাবার্ষিকী ও ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষে বৃহষ্পতিবারও নানা ধর্মীয় আয়োজন থাকছে।

Exit mobile version