parbattanews

খাগড়াছড়িতে বইমেলার উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি:

২১ শে ফেব্রুয়ারি শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা ও বেলুন ওড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা।

উদ্বোধন শেষে আলোচনা সভায় কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙ্গালিদের জন্য আন্দলন করেননি তিনি বাংলাদেশে বসবাসরত সকল জনগোষ্ঠীর জন্য আন্দোলন করেছিলেন।

সে ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন। দেশে বসবাসরত নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষার প্রতি গুরুত্ব দিয়ে ইতোমধ্যে নিজস্ব ভাষায় প্রাক প্রাথমিক শিক্ষাব্যবস্থা চালু করেছেন।

আমরা সকলেই নিজের জন্য কাজ করি, কিছু কাজ জাতীর জন্যও করে থাকি তার প্রমাণ ২১ ফেব্রুয়ারি উল্লেখ করে বলেন আমারও রয়েছে নিজস্ব সংস্কৃতি। আমার সংস্কৃতি কেউ কেরে নিতে চাইলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বলে ঘোষণা করেন তিনি ।

জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক টাস্কফোর্স প্রধান নির্বাহী কৃষ্ণ চন্দ্র চাকমা, পুলিশ সুপার আলী আহম্মদ খান।

আলোচনা সভা শেষে নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version