parbattanews

খাগড়াছড়িতে বইমেলা

খাগড়াছড়ি প্রতিনিধি:

যুগযুগ ধরে পৃথিবীর সকল সভ্যতার জ্ঞান রয়েছে বইয়ের ভেতর। এক কথায় অন্তহীন জ্ঞানের আঁধার হলো বই।

ভিক্টর হুগো বলেছেন, ‘বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হইতেছে সভ্যতার রক্ষাকবচ’।

ফেব্রুয়ারি ভাষার মাস। এ মাসে দেশব্যাপী আয়োজন করা হয় বইমেলার। সে ধারাবাহিকতায় খাগড়াছড়িতে আয়োজন করা হয়েছে বইমেলা। ২১শে ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় স্থানীয় স্কুল কলেজসহ বেশ কয়েকটি প্রকাশনী স্টল দিয়ে বই বিক্রি করছে। মেলায় ভিড় কম হলেও কিছু বই প্রেমী কিনছেন তাদের পছন্দের বই।

এবারের মেলায় স্থানীয় লেখকের নতুন বই তেমন নেই। কমরেড রূপক চাকমা মেমোরিয়াল ট্রাস্টের প্রকাশনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী লেখক সমারী চাকমার কাপ্তাই বাঁধঃ বর-পরং ডুবুরীদের আত্মকথন নামের একমাত্র বই মেলায় এসেছে। বইটিতে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ফলে সৃষ্ট ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। বইটির মূল্য ২৫০ টাকা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টলে পাওয়া যাচ্ছে।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট এর প্রকাশনায় রয়েছে বেশ কয়েকটি বই। বিপ্রদাশ বড়ুয়ার লেখা পাহাড়ের কথা, মূল্য ২৫০ টাকা। ২০১৬ সালে বের হওয়া বইটিতে দৈনন্দিন জীবন প্রবাহে চাকমাদের ঐতিহ্য, আচার প্রথা সম্পর্কে তুলে ধরা হয়েছে।

‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক প্রথা ও রীতিনীতি চাকমা, মারমা ও ত্রিপুরা’। বইটির লেখক সুগত চাকমা। ২০১১ সালে প্রকাশিত বইটির মূল্য রয়েছে ১২০ টাকা।

এছাড়াও ২০১৫ সালে প্রকাশিত বই সুগত চাকমার ‘পার্বত্য চট্টগ্রামের ভাষা ’ এবং অমিয় কান্তি চাকমার আলোক চিত্র ‘পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি’ পাওয়া যাচ্ছে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিটিউট এর স্টলে।

Exit mobile version