parbattanews

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে ৭ দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাটিরাঙ্গা উপজেলা বালিকা অনূর্ধ্ব-১৭ দলকে ০-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি বালিকা অনূর্ধ্ব-১৭দল।

অপরদিকে খাগড়াছড়ি সদর পৌরসভা বালক অনূর্ধ্ব-১৭ দলকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মহালছড়ি উপজেলা বালক অনূর্ধ্ব-১৭ দল।

এ টুর্নামেন্টে বালক ফুটবল দলের সেরা খেলোয়ার নির্বাচিত হন থুইমংচিং মারমা, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন মহালছড়ি উপজেল বালক অনুর্ধ্ব-১৭ দলের উখেমং মারমা।

অপরদিকে বালিক অনুর্ধ্ব-১৭ দলের টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন খাগড়াছড়ি সদর উপজেলা বালিকা দলের বৃষ্টি ত্রিপুরা ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন খাগড়াছড়ি সদরের কিতিং ত্রিপুরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগ, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম প্রমুখ।

Exit mobile version