parbattanews

খাগড়াছড়িতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের সহোযোগিতায় খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী, সাংবাদিক, বনকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সেচ্ছাসেবকরা অংশ নিচ্ছেন।

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি যুব উন্নয়ন কেন্দ্রে বন্যপ্রাণী ১০ দিন ব্যাপী এ প্রশিশক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক অপরাধ দমন ইউনিট বন ভবনের পরিচালক মো. ছানাউল্যা পাটোয়ারী।

খাগড়াছড়ি সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসিম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক হাফিজা আইরিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বন্যপ্রাণীর উপর প্রশিশক্ষণ, সংরক্ষণ এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট আইন ও বিধিমালা নিয়ে আলোচনা করা হয়। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ চলবে।

Exit mobile version