parbattanews

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জনস্বাস্থ্য বিভাগের বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ল্যাট্রিন বিতরণ শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের মুসলিম পাড়ায় ৪৬টি পরিবারের মাঝে ল্যাট্রিন বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম।

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন জানান, বন্যায় খাগড়াছড়ি সদর উপজেলায় ১৩৪টি নলকূপ, ৭৩টি রিংওয়েল ও ৬৫০টি ল্যাট্রিন, দীঘিনালায় ৭৩টি নলকূপ, ৩২টি রিংয়েল ও ৪২০টি ল্যাট্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যায়ক্রমে এ সব ল্যাট্রিন, নলকূপ ও রিংওয়েল মেরামত করার পাশাপাশি বিনামূল্যে বিতরণ করা হবে।

Exit mobile version