parbattanews

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

সরকার দুদকসহ রাষ্ট্র যন্ত্রকে বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করছে এমন অভিযোগ করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রেখে দেশে কোন নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে বলেছে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩এপ্রিল) সকালে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।

বেলা ১১ টায় দলিয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে মুল সড়কে উঠার আগে পুলিশ আটকে দিলে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,আবু ইউসুফ চৌধুরী ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন,বাহাদুর খান, মোসলেম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা কোহেলি দেওয়ান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুজরুল ইসলামসহ অংগ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এর আগে সকাল থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত হয়।

Exit mobile version