parbattanews

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) খাগড়াছড়ি আদালত সড়ক এলাকায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমিক বিষয়ক সম্পাদক এমএ নাজিম উদ্দিন।

বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি কংচাইরী মাস্টার, বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ মফিজুর রহমান, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সহ-কোষাধ্যক্ষ জহির আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ আবুল হাসেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারণ সম্পাদক শাহেনা আক্তার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নুরশাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক নীল পদ চাকমা, তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন চৌধুরী ও মৎসজীবী দলের আহবায়ক জয়নাল আবেদীনসহ সকল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি ভিডিওতে দেখুন:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

Exit mobile version