parbattanews

খাগড়াছড়িতে বিএনপির ২৭ ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

nl

খাগড়াছড়ি প্রতিনিধি:

২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলায় তৃতীয় ধাপের নির্বাচনে বিএনপির ২৭ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় প্রতীকে নির্বাচনে এবার বিজয়ের লড়াইয়ে মাঠে থাকবে বিএনপি। তৃণমূলের ভোটাভুটিসহ ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে যোগ্য নেতৃত্ব খুঁজে বিজয়ের শত ভাগ প্রত্যাশায় মাঠে লড়বেন বলে জানান বিএনপির নেতারা।

খাগড়াছড়ি জেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন দাখিলকৃত প্রার্থীরা হচ্ছেন, খাগড়াছড়ি সদর ১নং ইউনিয়নে ক্ষেত্র মহোন রোয়াজা।

মহালছড়ি সদরে মোহাম্মদ হোসেন বাবু, মাইসছড়িতে মো. জহিরুল হক, সিন্দুকছড়িতে দীন মোহাম্মদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লক্ষীছড়ির ১নং ইউপিতে মো. মকবুল আহম্মেদ, দুইল্যাতলীতে, পাইচাউ মারমা।গুইমারা উপজেলা মো. মোখলেছুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

মাটিরাঙ্গা সদরে প্রবীন কুমার ত্রিপুরা, তাইন্দংয়ে মো. সিরাজুল ইসলাম, বর্নালে মো. আব্দুল মতিন, তবলছড়িতে মো. ইব্রাহীম, গুমতিতে আবুল ফজল ভূইয়া, বেলছড়িতে মো. হারুনুর রশিদ, আমতলীতে হাজী ইয়াছিন মোল্লা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রামগড়ে নুর হোসেন নুরু, পাতাছড়াতে মো. আবু বক্কর সিদ্দিক, হাফছড়িতে মো. মাহবুব আলী।

পানছড়িতে চেঙ্গী নিশান চাকমা, সদর পানছড়িতে ডা. মো. আবু তাহের, লতিবানে অক্ষয় ত্রিপুরা, উল্টাছড়িতে রিপন ত্রিপুরা (বিপন)।

মানিকছড়ি সদরে মো. আবুল কাশেম, বাটনাতলীতে মো. আব্দুল কাদের, যোগ্যাছলাতে মো. জামাল উদ্দিন, তিনট্যহরীতে মো. জাকির হোসেন সিরাজ।

দীঘীনালার মেরুংয়ে মো. মোসলেম উদ্দিন, বোয়ালখালীতে শান্তি প্রিয় চাকমা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Exit mobile version