খাগড়াছড়িতে বিএনপি ত্রিপুরা সম্প্রদায়ের সাংগঠনিক সভা

DSC00681

খাগড়াছড়ি প্রতিনিধি:
সরকারের পতনের আন্দোলন পার্বত্য খাগড়াছড়ি থেকেই শুরু হবে। গণতান্ত্রিক আন্দোলনে বাঁধা দিলে তার যথাযথ জবাব রাজপথেই দেয়া হবে। এ অবৈধ সরকারের আমলে সারাদেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ির জনমানুষও শান্তিতে নেই।

বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা দিয়ে এ সরকার ষড়যন্ত্র অব্যাহত রাখলেও ধর্ম বর্ণ নির্বিশেষে খাগড়াছড়ির জনগণ জাতীয়তাবাদে বিশ্বাসী। বিএনপি’র আমলেই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের উন্নয়নের পাশাপাশি অনগ্রসর ত্রিপুরা সম্প্রদায়ের উন্নয়নে বিএনপি সরকার আন্তরিক ছিল, এখনও আছে আগামীতে থাকবেই।

সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে জিয়া পরিষদের জেলা সভাপতি রতন জ্যোতি ত্রিপুরার সার্বিক ব্যাবস্থাপনায় জেলা বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের ত্রিপুরা সম্প্রদায়ের মতবিনিময় ও সাংগঠনিক সভায় টেলিকনফারেন্সে খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ, সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান, জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভইয়া এসব কথা বলেন।

জেলা বিএনপি’র সহ-সভাপতি মণীন্দ্র কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাক্মা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত, সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, মংসাথোয়াই মারমা, পৌর বিএনপি’র সভাপতি ও কাউন্সিলর আ: রব রাজা, , জেলা বিএনপি প্রচার সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন